চন্দনাইশ প্রতিনিধিঃ
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে শোকরানা সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হয়ে উপজেলার বিভিন্ন এলাকার প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। চন্দনাইশ উপজেলা সদরে এসে মিছিলটি শেষ হয়ে সেখানে এক শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর মাওলানা আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ হারুনুর রশিদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ সাইফুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দীন, উপজেলা সহকারী সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ, চট্টগ্রাম কলেজের সাবেক সভাপতি জনাব এ্যাড: জিয়াউর রহমান, পৌরসভা আমীর কাজী মাও: কুতুব উদ্দীন, ছাত্রনেতা মুহাম্মদ মোকাম্মেল সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তরা বলেন, আওয়ামী দুঃশাসনের দীর্ঘ ১৬ বছরের অত্যাচার-নির্যাতনের পর দেশের ছাত্রজনতার গণঅভ্যুত্থান ঘটেছে। স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়েছেন। এই আন্দোলনের বিজয়ের কৃতিত্ব ছাত্রদের। এটি দেশের ইতিহাসে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয়। এখন নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে হবে। জামায়াতে ইসলামী কোন প্রকার সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেনা, কেউ যদি কোন ধরনের সহিংসতা করে জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা তা সর্ব শক্তি দিয়ে প্রতিহত করবে।
Leave a Reply