আজ ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুকে নিয়ে ১৫ দিনব্যাপী সেমিনার চট্টগ্রাম একাডেমিতে

Spread the love

অনলাইন ডেস্ক

নগরের মোমিন রোডের চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে ১ আগস্ট শুরু হচ্ছে ‘বাঙালির ধ্রুবতারা বঙ্গবন্ধু’ শীর্ষক ১৫ দিনব্যাপী বিষয়ভিত্তিক সেমিনার, কবিতা পাঠ, আবৃত্তি ও বইমেলা।

শৈলী প্রকাশন আয়োজিত এ আয়োজন উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কর্মসূচি চলবে।
১ আগস্টের সেমিনারের বিষয় ‘শিক্ষার প্রসারে বঙ্গবন্ধুর অবদান’।

মূল প্রবন্ধ পাঠ করবেন প্রফেসর ড. সেলিনা আখতার। সভাপতিত্ব করবেন ড. মোহীত উল আলম। আলোচক থাকবেন প্রফেসর রেজাউল করিম, প্রফেসর হাসানুল ইসলাম, অধ্যাপক কানাই দাশ ও মো. মাজহারুল হক। সূচনা বক্তব্য দেবেন আমিনুর রশীদ কাদেরী।
২ আগস্টের সেমিনারের বিষয় ‘বঙ্গবন্ধু ও ফোকলোর ভাবনা’। মূল প্রবন্ধ পাঠ করবেন প্রফেসর ড. মোহাম্মদ শেখ সাদী। সভাপতিত্ব করবেন ড. মো. আবুল কাসেম।

৩ আগস্ট শনিবারের বিষয় ‘বঙ্গবন্ধু ও স্বপ্নের স্মার্ট বাংলাদেশ’। মূল প্রবন্ধ পাঠ করবেন প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব; সভাপতিত্ব করবেন প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

৪ আগস্টের বিষয় ‘সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনে বঙ্গবন্ধু’। মূল প্রবন্ধ পাঠ করবেন ড. শ্যামল কান্তি দত্ত, সভাপতিত্ব করবেন অভীক ওসমান।

৫ আগস্টের বিষয় ‘সুফিবাদ ও বঙ্গবন্ধু এবং স্বাধীনতা সংগ্রামে মাইজভান্ডার দরবার শরিফের ভূমিকা’। মূল প্রবন্ধ ড. আবদুল আজিম শাহ্, সভাপতিত্ব করবেন ড. সেলিম জাহাঙ্গীর।

৬ আগস্টের বিষয় ‘বঙ্গবন্ধুর মহানুভবতা’। মূল প্রবন্ধ প্রফেসর ড. উদিতি দাশ সোমা। সভাপতিত্ব করবেন প্রফেসর ড. শিরীণ আখতার।

৭ আগস্টের বিষয় ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’। মূল প্রবন্ধ প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, সভাপতিত্ব করবেন মুক্তিযোদ্ধা সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী।

৮ আগস্টের বিষয় ‘বঙ্গবন্ধুর নাট্যচিন্তা’। মূল প্রবন্ধ ড. মো. মোরশেদুল আলম; সভাপতিত্ব করবেন রবিউল আলম।

৯ আগস্টের বিষয় ‘স্বাস্থ্য-ব্যবস্থা ও চিকিৎসা-বিজ্ঞানে বঙ্গবন্ধুর অবদান’। মূল প্রবন্ধ প্রফেসর ড. প্রণব কুমার চৌধুরী, সভাপতিত্ব করবেন প্রফেসর (ডা.) প্রভাত চন্দ্র বড়ুয়া।

১০ আগস্টের বিষয় ‘পার্বত্য চট্টগ্রামে বঙ্গবন্ধু’। মূল প্রবন্ধ ড. আজাদ বুলবুল; সভাপতিত্ব করবেন প্রফেসর রীতা দত্ত।

১১ আগস্টের বিষয় ‘নারীর ক্ষমতায়ন ও নারী প্রগতির অগ্রগতিতে বঙ্গবন্ধুর অবদান’। মূল প্রবন্ধ ড. আনোয়ারা আলম; সভাপতিত্ব করবেন চেমন আরা তৈয়ব।

১২ আগস্টের বিষয় ‘বাংলাদেশের শিল্প-উন্নয়নে বঙ্গবন্ধুর চিন্তাধারা’। মূল প্রবন্ধ প্রফেসর ড. নারায়ণ বৈদ্য; সভাপতিত্ব করবেন প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম।

১৩ আগস্টের বিষয় ‘বঙ্গবন্ধুর প্রকৃতি ও পরিবেশচিন্তা’। মূল প্রবন্ধ ড. শামসুদ্দিন শিশির; সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মহীবুল আজিজ।

১৪ আগস্টের বিষয় ‘বঙ্গবন্ধুর আদর্শের ছায়ায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি’। মূল প্রবন্ধ প্রফেসর ড. ফরিদুল আলম; সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মো. সেকান্দার চৌধুরী।

১৫ আগস্টের বিশেষ আলোচনার বিষয় ‘বাঙালির ধ্রুবতারা বঙ্গবন্ধু’। সভাপতিত্ব করবেন অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা। সেমিনারের বিষয় ‘বঙ্গবন্ধু ও সমাজতত্ত্ব’। মূল প্রবন্ধ প্রফেসর ড. ওবায়দুল করিম; সভাপতিত্ব করবেন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর