নিজস্ব প্রতিবেদক:
ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউপির মির্জারহাট গ্রামে (১৬ জুলাই) মঙ্গলবার এক হুজুরকে ছেলে ধরা সন্দেহে বেঁধে রেখে মারধর শুরু করে স্থানীয় যুবকরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন নিয়ে আসে ভূজপুর থানা পুলিশ ।
স্থানীসূত্রে জানা যায়, ছেলেধরা সন্দেহ হুজুর ভূজপুরস্থ রাবারড্রাম মাদরাসার শিক্ষক হিসাবে কর্মরত আছেন তার নাম মাওলানা তারেক (২৪) তার বাড়ি ভূজপুর ইউনিয়নে। মির্জারহাট এলাকার স্থানীয়দের অভিযোগ ওই যুবক ছোট এক ছেলে নিয়ে বিকালে এলাকায় ঘোরাঘুরি করছিল। কিছুক্ষণ পর এক স্থানীয় দোকানে ছোট ছেলেটাকে বেহুশ দেখে এলাকার বেশকিছু যুবক সন্দেহ করে তাঁর কথা শোনার আগেই তাকে মারধর শুরু করে। ভূজপুর থানার এসআই কামাল জানান,ছেলেধরা গুজবে মির্জারহাট এলাকায় মাওলানা তারেককে মারধর করে। ফেইজবুক পরিচয় বন্ধুকে নিয়ে দোকানে নাস্তা করার সময় স্থানীয় কিছু ব্যক্তি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়।
তিনি আরো জানান, আমরা সত্যতা যাচাই বাচাই করে তারেককে তার পরিবারের কাছে স্থানান্তর করি। প্রসঙ্গত, ছেলেধরা গুজব রুখতে নিয়মিত প্রচার চালাচ্ছে পুলিশ। অথচ গত কয়েকদিন ধরে বারবার এই ঘটনা ঘটছে বিভিন্নস্থানে। যার ফলে গণপিটুনির শিকার হচ্ছেন নিরীহ মানুষজনও।
Leave a Reply