আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ

উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ উদ্বোধন করা হয়েছে চট্টগ্রামের চন্দনাইশে। শনিবার (১৩ জুলাই) বিকেলে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম।

উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী, বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম, হাসিমপুর ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ বিন ইসহাক, ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম, বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান ভেট্টা, কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত আনিসুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দীন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার পোদ্দার, থানার এসআই নুর আমজাদ, এএসআই আবুল মনসুর, চন্দনাইশ আওয়ামী যুবলীগের আহবায়ক মোহাম্মদ তৌহিদুল আলম, যুগ্ম আহবায়ক মুরিদুল আলম মুরাদ, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য শাহাদাৎ নবী খোকা, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, চট্টগ্রাম আবাহনী লিমিটেডের পরিচালক আদিল আহমেদ কবির, উপজেলা ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আমজাদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার আহসান, খাঁনহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু ছৈয়দ চৌধুরীসহ উপজেলার ক্রীড়া সংগঠকগণ, সাংবাদিক, ক্রীড়ামোদী দর্শকগণ ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন খলিল উল্লাহ সোহাগ, শাহীন শাহ, সঞ্জয় দে। খেলার ধারা ভাষ্য বিবরণী প্রচারে ছিলেন আব্দুল মান্নান আজাদ ও এম আমিন উল্লাহ প্রমুখ। উদ্বোধনী খেলায় সাতবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশকে ট্রাইবেকারে ৫-২ গোলে পরাজিত করলো ধোপাছড়ি ইউনিয়ন ফুটবল একাদশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর