আজ ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে হাসপাতাল পরিচালনা করায় অর্থদণ্ড

Spread the love

অনলাইন ডেস্ক

সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান ও লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ৪টি বেসরকারি হাসপাতালকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার কেরানীহাটে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আল কেয়ার হাসপাতালকে ৩ হাজার টাকা, হেলথ কেয়ার হাসপাতালকে ৪ হাজার, রাবেয়া মেমোরিয়াল হাসপাতালকে ৪ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য সেবা প্রদান করায় মা শিশু জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ও অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য সেবা প্রদান করায় ৪টি হাসপাতালকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অন্যান্য হাসপাতালগুলোকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। এ সময় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রায়হান ছিদ্দিকী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর