আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বৈষম্যমূলক প্রত্যয় স্কীম বাতিলসহ ১১ দফা দাবিতে চবিতে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ মিছিল

Spread the love

 

নিজস্ব প্রতিবেদক

সর্বজনীন পেনশন স্কীম ‘প্রত্যয়’ থেকে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহকে বাদ দেয়াসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে জয় বাংলা চত্বর, শহীদ মিনার ও ব্যবসায় প্রশাসন অনুষদ ঘুরে পুনরায় চবির প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এতে প্রায় ৮ শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত হন। এসময় বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড উপস্থাপনসহ সর্বজনীন পেনশন বিধিমালার বৈষম্যমূলক ‘প্রত্যয় স্কিম’ বাতিলের স্লোগানে স্লোগানে মুখরিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

এর আগে সকাল ১১টায় প্রশাসনিক ভবন চত্বরে সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে ঐক্য পরিষদের ব্যানারে এক প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।

যেখানে অফিসার সমিতির সভাপতি ও কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক রশিদুল হায়দার জাবেদের সভাপতিত্বে কর্মচারী সমিতির সভাপতি ও কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব মোঃ সুমন মামুনের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অফিসার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আসাদ, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আলী হোসেন, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা বক্তব্য প্রদান করেন ।

এতে বক্তারা বলেন, অগণতান্ত্রিক কোন কিছু আমরা মেনে নিব না। প্রয়োজনে সামনে আরও কঠোর কর্মসূচী পালন করা হবে। যতদিন পর্যন্ত না আমাদের দাবি আদায় হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই লাগাতার কর্মসূচী অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সর্বজনীন পেনশন বিধিমালার বৈষম্যমূলক ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে গত ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করে আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আজ ৯ম দিনের মতো এই কর্মসূচীর আওতায় পালিত হলো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর