অনলাইন ডেস্ক
গুণীজনদের উপস্থিতিতে নারিকেল ডাঙা নর্থ পাঞ্চালীর ৪৩তম বর্ষপূর্তি (৪৪তম জন্মদিন) মহাসমারোহে পালিত হয়েছে। ২ জুলাই সন্ধ্যায় বর্ষপূর্তিতে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব ও নাট্য সমালোচক রঞ্জন গঙ্গোপাধ্যায়, নবীন নাট্য সমালোচক মৃত্তিকা গঙ্গোপাধ্যায়,সংগীত শিল্পী সরমা সেন,সাংবাদিক অনুপল বিশ্বাস, জি-সা-রে-গা-মা খ্যাত ও উত্তর বঙ্গের বিখ্যাত লোক সংগীত শিল্পী তন্ময় বিশ্বাস,নাট্য নির্দেশক অরবিন্দ ঘোষ,আবহ শিল্পী বর্ষীয়ান অমিত ঘোষ, আলোক শিল্পী প্রশান্ত মুখার্জী,তপন ভট্টাচার্য এবং আরও অনেকে।
সংগীত,নৃত্য,আবৃত্তি ও নৃত্য নাট্য দ্বারা বেষ্টিত সন্ধ্যাটি ছিল বেশ উপভোগ্য।রঞ্জন গঙ্গোপাধ্যায়ের পাঞ্চালীর বেশকিছু নাটকের স্মৃতিচারণ ও “আমরা কেন নাটক করবো”- এই আলোচনাটি যথেষ্ঠ সমৃদ্ধ করে দলের কলাকুশলীদের।শিশু শিল্পী মৈনাক পালের সংগীত পরিবেশন প্রশংসনীয়।সংক্ষিপ্ত পরিসরে দলের ছেলেমেয়েদের ঐকান্তিক প্রচেষ্টাকে কুর্নিশ জানাই।
আগামী কয়েক বছরের মধ্যেই নারিকেল ডাঙা নর্থ পাঞ্চালী সুবর্ণজয়ন্তীতে পদার্পণ করবে।
Leave a Reply