আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নজরুল

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ
প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর সনদ ও
পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শুক্রবার (৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপি।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে
বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম জিন্নাহ।

উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন গাছবাড়ীয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, দোহাজারী পৌরসভার মেয়র লোকমান হাকিম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, আবদুল আলীম, এড. খোরশেদ বিন ইছহাক, খোরশেদ আলম টিটু, এসএম সায়েম, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী ৫৭ জনকে এবং বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ১৫ জনের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব
মো: নজরুল ইসলাম চৌধুরী এমপি সংশ্লিষ্ট ইভেন্টে বিজয়ী ও শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে সনদপত্র, পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর