আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় যৌতুকের দাবিতে তরুণীর আত্মহত্যা: সেই হবু স্বামী গ্রেফতার

Spread the love

পটিয়া প্রতিনিধি:

পটিয়ায় যৌতুকের চাপ সহ্য করতে না পেরে মেহেদি অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে আত্মহত্যা করেছেন রীমা আক্তার (১৯) নামে এক তরুণী। এ ঘটনায় হবু স্বামী মিজানুর রহমান মোরশেদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে সিলেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোরশেদ পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানান, ব্যাংকার মিজানুর রহমানের সঙ্গে একই এলাকার কলেজ পড়ুয়া ছাত্রী রীমা আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। উভয় পরিবার তাদের সম্পর্ক মেনে নিলেও হবু স্বামীর যৌতুকের চাপ সহ্য করতে না পেরে (২৭ জুন) মেহেদি অনুষ্ঠানের দিন রাতে তরুণী ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তরুণী মৃত্যুর আগে একটি সুইসাইড নোটও লিখে যান। এতে যৌতুকের বিষয়টি সুস্পষ্টভাবে লেখা ছিল।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, যৌতুকের চাপ সহ্য করতে না পেরে মেহেদি অনুষ্ঠানের দিন রাতে তরুণী আত্মহত্যা করার ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার পর হবু স্বামীকে পলাতক অবস্থা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর