আজ ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাণিজ্য সম্পর্ক বাড়াতে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেয়া হচ্ছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

Spread the love

অনলাইন ডেস্ক

বিভিন্ন দেশের সাথে বাণিজ্য সম্পর্ক বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিনি বলেন, রপ্তানি বাজার বহুমুখী করতে কমার্শিয়াল কাউন্সিলরদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
সোমবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সংক্রান্ত সভায় বাণিজ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের প্রকল্প বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের ট্রেড নেগোশিয়েসনে সক্ষমতা বাড়াতে ইউএনডিপি, অস্ট্রেলিয়া, জাপান সহযোগিতা করতে আগ্রহী। এছাড়া ট্যারিফ কমিশনকে আরও সক্ষম করে গড়ে তুলতে বিশ্বব্যাংক আগ্রহ জানিয়েছে। প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে আমাদের সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, পরিকল্পনা সেলের যুগ্ম সচিব শায়লা ইয়াসমিন, টিসিবির চেয়ারম্যান ব্রিগে. জেনা. মো. আরিফুল হাসান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপসচিব ফিরোজ আল মামুনসহ মন্ত্রণালয়াধীন দপ্তর প্রধানগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর