চন্দনাইশ প্রতিনিধিঃ
চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের দু'বারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আবছার (৭২) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ১২টায় হৃদরোগ আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মঙ্গলবার (২ জুলাই) দুপুর ২টায় চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফ মাঠে জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের পীর সাহেব হযরতুলহাজ্ব আল্লামা শাহছুফি সৈয়দ মোহাম্মদ আলী (মঃজিঃআঃ) এর ইমামতিতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি, চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা মোহাম্মদ মনজুর আলী, শাহজাদা মাওলানা মোহাম্মদ মতি মিয়া মনছুর, শাহজাদা মাওলানা মোহাম্মদ খাজা মোবারক আলী, শাহজাদা মাওলানা মোহাম্মদ হাসান আলী, শাহজাদা মাওলানা মোহাম্মদ তাহমিদ আলী, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল রহিম বাদশা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।