আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক)- ২০২৪ চন্দনাইশ উপজেলা পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাশেম কাসেম মাহবুব স্টেডিয়াম মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ। খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদা বেগম।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ টুর্নামেন্টে মোট ১০টি স্কুল খেলায় অংশগ্রহণ করবে।

টুর্নামেন্ট খেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার পোদ্দার, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য এম শাহাদাৎ নবী খোকা, চন্দনাইশ পৌরসভা যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী নুরুল আমিন বাঁচা, ফুটবল খেলোয়াড় মোজাম্মেল হক, গণ্যমাধ্যম কর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় বরকল এসজেড উচ্চ বিদ্যালয়কে ৪-৩ গোলে ট্রাইবেকারে পরাজিত করে দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর