চট্টগ্রাম দোহাজারী-কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে ২১ জুন শুক্রবার পটিয়া পৌরসভা কনফারেন্স রুমে পৌর মেয়র আলহাজ্ব মো: আইয়ুব বাবুল এর সাথে পটিয়া রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের সদস্যদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় চট্টগ্রাম কক্সবাজার লাইনে ঈদ স্পেশাল ৯ ও ১০ট্রেনটি আগামী ২৪জুনের পর রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধ রাখার সিদ্ধান্ত দেন, কিন্তু উক্ত ট্রেনের যাত্রীদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি রাষ্ট্রের রাজস্ব আয়ও বৃদ্ধি পাচ্ছে, এমতাবস্থায় উক্ত ট্রেনটি বন্ধ হলে শত শত যাত্রীরা ভোগান্তির স্বীকার হবে,দেশের রাজস্ব আয়ও ব্যাহত হবে, তাই যাত্রীদের কল্যাণের কথা চিন্তা করে উক্ত ট্টেনটি বন্ধ না করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ জানান, এতে পৌর মেয়র, যাত্রী কল্যাণ পরিষদের সদস্যদের নিয়ে ট্রেন চালু রাখার জন্য প্রয়োজন কর্মসূচি গ্রহণ করতে সহমত পোষণ করেন, এছাড়াও কোভিড-১৯ সময়ে চট্টগ্রাম-দোহাজারী লাইনে বিগত চলমান ট্রেন পুনরায় চালু করার জন্য পরিষদের পক্ষ থেকে জোর দাবি জানান কর্তৃপক্ষকে।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আইয়ুব বাবুল,পটিয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সৈয়দ নুরুল আবছার, চুয়েট এর সহযোগী অধ্যাপক কানু কুমার দাশ,পটিয়া পৌরসভা বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি ফাহিম এরশাদ, ডা. সাখাওয়াত হোসেন হিরু যাত্রী কল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন,পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদ আবদুল হাকিম রানা, কামাল উদ্দিন, শাহ আলম, উক্ত পরিষদের সভাপতি মোঃ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আবু সাঈদ তালুকদার খোকন, সিনিয়র সহ-সভাপতি ফারুকুর রহমান বিনজু, সৈয়দ মিয়া হাসান, সহ-সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন,মদন দে, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুছ, আপ্যায়ন সম্পাদক কাজী শওকত উল্লাহ, দপ্তর সম্পাদক শাহ আলম, সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ লিয়াকত আলী, ইসমাইল, ইলিয়াছ, আবু সিদ্দিক, ইব্রাহিম রানা, এম এ শাকুর, আব্দুল মোনাফ চৌধুরী, মোঃ নোমান, মোহাম্মদ কামাল উদ্দিন সওদাগর , জসিম উদ্দিন কমান্ডার, মোঃ মুসা , মোঃ আবু তৈয়ব, ইয়ার মোহাম্মদ, আরঙ্গজেব টিটু, আরিফ মহিউদ্দিন, শাফিন , নুরুল আমিন, মোঃ শহীদুল্লাহ, আব্দুর রশিদ, আবু সৈয়দ, আব্দুল আলিম ,আবুল কাশেম, কাজী শওকত উল্লাহ, মোঃ শাহ আলম, মোঃ মনজুর আলম, কৃষিবিদ খায়ের আহমদ, দিদার উল আলম, ফরিদুল ইসলাম, আবুল কাশেম, শাহাজাহান চৌধুরীসহ প্রমুখ।