আজ ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ

চন্দনাইশের পশ্চিম এলাহাবাদ ঐতিহ্যগতভাবে শিক্ষা- সংস্কৃতিতে এগিয়ে যাওয়া একটি জনপদ। এ এলাকায় রয়েছে উপমহাদেশের বিখ্যাত সুফিসাধকসহ, শিল্পপতি, শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, প্রকৌশলীসহ বিভন্ন পেশার মানুষ। কিন্তু নানা কারণে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় এলাকাটি পিছিয়ে রয়েছে। এ অবস্থায় পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশনের ব্যানারে একঝাঁক তরুণ ও যুবকের প্রচেষ্টায় গড়ে উঠে পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের উদ্যোগে ইতোমধ্যে এলাকার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, বইসহ খতনা, রক্তদান, চক্ষু চিকিৎসা করা হয়। সর্বশেষ মেধা যাচাই প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে দেড় শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে ২০ জনকে মেধাবৃত্তি পুরস্কার দেয়া হয়। প্রতিজন শিক্ষার্থীকে সর্বোচ্চ এককালিন ৪ হাজার থেকে সর্বনিম্ন দেড় হাজার টাকা পর্যন্ত বৃত্তি দেয়া হয়। এ এলাকার স্কুল ও মাদ্রাসা মিলে ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে শিক্ষা হার শতভাগ করার যে পরিকল্পনা নিয়েছে তা কিন্তু সরকারের একা সম্ভব নয়। এ জন্য বেসরকারি পর্যায়ে উদ্যোগ প্রয়োজন। একসময় জনসংখ্যা ছিল কম, সম্পদ ছিল বেশি। তাই সামর্থ্যবান মানুষ একাই স্কুল, কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা করে শিক্ষার প্রসার এবং উন্নয়নে ব্যাপক অবদান রেখছিল। এখন সেই সুযোগ কমে গেছে। মানুষ বেড়েছে সম্পদ কমেছে তবে আয়ের সাথে ব্যয়ও বেড়েছে। এ পর্যায়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে হলে প্রয়োজন সাংগঠনিক উদ্যোগ। পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশন সেই মহৎকাজটি তিন বছর ধরে করে আসছে। করোনা মহামারীর পর থেকে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও শিক্ষা ও স্বাস্থ্যে নানা প্রতিকূলতা সৃষ্টি হয়েছে, বিশেষ করে আর্থিক সংকটের কারণে শিক্ষায় ঝরেপড়ার হার বেড়ে যাচ্ছে। পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশনের মত আমরা যদি স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসি তবে আমাদের সংকট কেটে যাবে।

গত ২১ (শুক্রবার) রাতে পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল ( ডিগ্রি) মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে পশ্চিম এলাহাবাদ ফাউন্ডেশনের আহবায়ক মো. আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী। উদ্বোধক ছিলেন বিশিষ্ট আইনজীবী এড. রফিক আহমদ, প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক লায়ন নজরুল ইসলাম তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন মেধাবৃত্তি পরীক্ষার আহবায়ক শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যক্ষ আবু তালেব বেলাল। ফাউন্ডেশনের সদস্য সচিব মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের উপদেষ্টা এড. আবু ছালেহ, শিক্ষা উপকমিটির সিনিয়র সদস্য অধ্যাপক রেজাউল করিম, মোহাম্মদ শাহজাহান,আলী আজগর, আজীবন সদস্য সাবের আহমদ, পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ, হাজী নুরুল আলম, শিক্ষা উপকমিটির সদস্য সচিব মাওলানা আজিজুর রহমান, ইফতেখার রুবেল, অভিভাবক মাকসুদুল ইসলাম প্রমুখ। এছাড়া শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর