চলতি মৌসুমে সৌদি আরবে এ পর্যন্ত মোট ১০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৪ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টাল থেকে এ পরিসংখ্যান পাওয়া গেছে। ১০ জনের মধ্যে সবাই পুরুষ হজযাত্রী। তাদের মধ্যে সাত জন মক্কায় এবং তিন জন মদিনায় মারা গেছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় সৌদিতে ৫৮ হাজার ১২১ জন হজযাত্রী পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন তিন হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৩৭৪ জন।
এ পর্যন্ত মোট ১৪৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৭টি, সৌদি এয়ারলাইন্সের ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে।
চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ৯ মে ও শেষ ফ্লাইট ১০ জুন।
হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।