আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

Spread the love

অনলাইন ডেস্ক

এবার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৫৫-৬০ টাকা। আর ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০-৫৫ টাকা। একইসঙ্গে গতবারের তুলনয় এবার খাসির কাঁচা চামড়ার দাম বাড়ানো হয়েছে ৮ টাকা। সোমবার (৩ জুন) দুপুরে সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে এ ঘোষণা দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, ‘গতবারের তুলনায় এবার প্রতি বর্গফুট কাঁচা চামড়ায় ৫ টাকা দাম বাড়ানো হয়েছে। একই সঙ্গে ঢাকাতে প্রতি পিস লবণযুক্ত চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা। ঢাকার বাইরে দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।’

প্রতিমন্ত্রী জানান, খাসির চামড়ার ক্রয়মূল্য নির্ধারণ করা হয় প্রতি বর্গফুট ১৮-২০ টাকা। আর বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয় প্রতি বর্গফুট ১২-১৪ টাকা। খাসি ও বকরির চামড়ার রেট সারাদেশে একই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর