লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৩ প্রার্থীর ৪ কর্মীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩১ মে) আধুনগর ও দরবেশহাট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।
অভিযানে একাধিক মাইক ব্যবহার করে প্রচারণা করায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মী সামশুল ইসলামকে ১ হাজার টাকা, অপরকর্মী জানে আলমকে ২ হাজার টাকা, নির্বাচনী প্রচারণার যানবাহনে পোস্টার সাঁটানোর অপরাধে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থীর কর্মী জমির উদ্দিনকে ২ হাজার টাকা ও একই অপরাধে ফুটবল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর কর্মী আবু সাইদকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আনারস প্রতীকের ২ কর্মী, তালা প্রতীকের ১ কর্মী ও ফুটবল প্রতীকের ১ কর্মীকে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাচনে সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ করেন। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।