নিজস্ব প্রতিবেদক
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চন্দনাইশ উপজেলায় ২৯ মে ভোট গ্রহণ, গণনা ও বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের উপস্থিততে ফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রাকিবুজ্জামান (রেনু)। এতে নাগরিক কমিটি মনোনীত প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদ (মোটর সাইকেল) ৩৮০৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী (ঘোড়া) পেয়েছেন ২২০৭৪ ভোট। জোয়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেন ফকির (আনারস) পেয়েছেন ৪০২।
মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন (বিনাপ্রতিদ্বন্দ্বীতায়) আলহাজ্ব খালেদা আক্তার চৌধুরী। ভাইস চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার নির্বাচিত হয়েছেন বৈদ্যুতিক বাল্ব প্রতীকের প্রার্থী মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী (বৈদ্যুতিক বাল্ব)। তিনি পেয়েছেন ৪৪৭১৩ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপম দেব (উড়োজাহাজ) পেয়েছেন ৮২১৯ ভোট। অন্য প্রার্থী মোহাম্মদ একরামুল হোসেন (তালা) পেয়েছেন ৬৫৩০ ভোট।
চন্দনাইশ উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৯১ হাজার ৬ শত ৭ জন। অর্থাৎ ৩২.৩২ শতাংশ ভোটার ভোট দেন। নির্বাচনে বড় ধরনের কোন দূর্ঘটনা বা সংঘাতের খবর পাওয়া যায়নি।