চন্দনাইশ প্রতিনিধি
দীর্ঘ প্রায় ৩৮ বছরের শিক্ষকতা জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে কর্মজীবনের অবসর নিলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের এক প্রবীণ শিক্ষক ও দীর্ঘ প্রায় ৪০ বছরের কর্মচারী। গত শনিবার (২৫ মে) সকালে বিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে স্বীয় কর্মস্থল থেকে অবসর নেন প্রবীণ শিক্ষক বাবুল কান্তি নাথ ও প্রবীণ কর্মচারী মোঃ ফজলুল হক। এসময় তাদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও শিক্ষার্থীদের নতুন শিক্ষা কারিকুলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট এস এম সিরাজদৌল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক প্রশিক্ষক ও শিক্ষা চিন্তক ড. শামসুদ্দীন শিশির। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া বাজালিয়া অলি আহমদ বীর বিক্রম কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মোঃ শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রতন কান্তি বড়ুয়া।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার হুমায়ুন কবির যৌথ সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন-বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য ডা. মুহাম্মদ সেলিম উদ্দীন, আবদুল মোতালেব, আজাদ হোসেন টিপু, আবুল কালাম, শিক্ষানুরাগী সদস্য জসিম উদ্দিন আহমদ, সহকারী প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সাবেক সহকারী প্রধান শিক্ষক আবু খালেদ, শিক্ষক যথাক্রমে মো: শহীদুল্লাহ, বাবু প্রণব কুমার বড়ুয়া, বাবু বাবুল কান্তি নাথ প্রমুখ সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যগণ, অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আদর্শ মানুষ, বহুগুণের অধিকারী শিক্ষক বাবু বাবুল কান্তি নাথ শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে দায়িত্বশীলতার সাথে শিক্ষা প্রদান করেছেন। সদাচারী, সত্যের দিশারী শিক্ষক বাবু বাবুল কান্তি নাথ কর্মজীবনে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে যে ভূমিকা রেখেছেন তা ইতিহাস হয়ে থাকবে। তাঁর সাথে প্রবীণ কর্মচারী মোঃ ফজলুল হকের অবদানও চিরস্মরণীয় হয়ে থাকবে।
Leave a Reply