নিজস্ব প্রতিবেদক
মাত্র এক মাসেরও কম সময় বাকি পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদের। এরই মধ্যে কোরবানির ঈদের বাজারকে টার্গেট করে শেষ সময়ের পশু পরিচর্যায় ও প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং জানু সওদাগরের দোকান সংলগ্ন লাল মিয়া সুকানির নতুন বাড়ির বাসিন্দা জনাব মোঃ জয়নাল আবেদীনের পুত্র মো.আজাহার উদ্দিন নামের এক যুবক। গত ১ বছর ধরে খামারে শখের বশে এসব গরু লালন পালন করছেন তিনি।
গরুর মালিক মো.আজাহার উদ্দিন বলেন,তার খামারে আড়াই লাখ টাকা থেকে শুরু করে সাত লাখ টাকার গরু রয়েছে। তার মধ্যে ৭ লাখ টাকায় বাহুবলি,৪ লাখ টাকায় জাওয়ান, সাড়ে ৩ লাখ টাকায় কালু, সাড়ে ৩লাখ টাকায় লালুসহ রয়েছে বিভিন্ন জাতের গরু।
তিনি আরও বলেন, সব সময় খামার পরিস্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি খামারের প্রতিটি গরুকে পরিস্কার পানি দিয়ে নিয়মিত গোসল করানো হয়। দেশীয় টাটকা কাঁচা ঘাস, খৈল, ভুষি, তুষ, কুড়া, ফিড খাওয়ানো হয়। কোরবানি ঈদের জন্য ক্রেতারা গরু ক্রয় করতে চাইলে যোগাযোগ করতে পারেন ০১৯৩৪০৪৬৪৫৬ নম্বরে।