আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশ মেটারনিটি শিশু জেনারেল হসপিটাল উদ্বোধন

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ

হাতের কাছেই সাধ্যের মধ্যে চিকিৎসা সেবাকে মূলমন্ত্র ধরে যাত্রা শুরু করেছে চট্টগ্রামের চন্দনাইশ মেটারনিটি শিশু জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ মে) বিকালে হসপিটালটির কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উদ্বোধক হিসেবে বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম (টিটু)। চন্দনাইশ সাতঘাটিয়া পুকুর পাড় সেলিম ভবনে হাসপাতাল উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ডাক্তার কাজল কান্তি বৈদ‍্য।

হসপিটালটির পরিচালক রনি বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু বলরাম চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন ডাক্তার পি কে মজুমদার, ডাক্তার অভিরণ দত্ত অভি, বোরহান উদ্দিন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, ডাক্তার মারুফা জান্নাত, ডাক্তার মোজাহিদুল ইসলাম, ডাক্তার কামরুল ইসলাম, ডাক্তার ইব্রাহিম চৌধুরী, শিমুল, মোঃ মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, চন্দনাইশ উপজেলার জনসাধারণসহ আশেপাশের উপজেলার জনসাধারণ এ হাসপাতালের মাধ্যমে উন্নত সেবা পাবে। জনগণকে উন্নত সেবার ধারাবাহিকতা বজায় রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর