আরফাত হোসেন: সারাদেশ ব্যাপী তীব্র তাপ প্রবাহের কারণে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের কর্মসূচির অংশ হিসেবে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চন্দনাইশ পৌরসভা গাছবাড়িয়া ৯নং ওয়ার্ড শাখার আয়োজনে সপ্তাহব্যাপী শরবত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১ মে (বুধবার) সকালে গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইট এলাকায় এই শরবত বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী যথাক্রমে, কাউন্সিল এম লোকমান হাকিম, ডা. আবদুর রহমান, ইউসুফ সওদাগর, সমাজসেবক আক্তার হোসেন চৌধুরী, ওয়ার্ড কমিটির সভাপতি মুক্তার মিয়া, সাধারণ সম্পাদক তাইফু সিকদার, মো. আব্দুল্লাহ, জাহাঙ্গীর আলম, আবুল কালামসহ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply