চন্দনাইশ প্রতিনিধিঃ
বকেয়া ও অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করায় চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা ও সাতকানিয়া উপজেলা এলাকায় গ্রাহক ১৫ লক্ষ ৭০ হাজার ৬শত টাকা বকেয়া রাখায় ২০টি সংযোগ বিচ্ছিন্ন করেছে দোহাজারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। একইসঙ্গে ৫টি অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করায় মোট ১৪ লক্ষ ৫০ হাজার জরিমানা করা হয়। বৃহস্পতিবার দিনব্যাপী চট্টগ্রাম বিদ্যুৎ আদালতের (দক্ষিণ) যুগ্ম জেলা জজ আইরিন পারভীনের নেতৃত্বে পিডিবির এক অভিযানে এসব পদক্ষেপ গ্রহণ করা হয়।
অভিযানে এছাড়াও দোহাজারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী নয়ন কুমার দাশ, উপ-সহকারী প্রকৌশলী কামরুল হাসান, সাতকানিয়া থানার এএসআই মুহিউদ্দিন, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মিজানুর রহমানসহ পুলিশ সদস্য ও পিডিবি সদস্যরা অংশ নেন।
পিডিবি দোহাজারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী নয়ন কুমার দাশ বলেন, ‘অভিযানে গ্রাহক ১৫ লক্ষ ৭০ হাজার ৬শত টাকা বকেয়া রাখায় ২০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একইসঙ্গে ৫টি অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করায় মোট ১৪ লক্ষ ৫০ হাজার জরিমানা করা হয়।
Leave a Reply