বিশেষ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এড. কামেলা খানম রুপা বলেছেন, ১ মাস সিয়াম সাধনের পর ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে তার এই সামান্য উপহার। ঈদের দিন সবাই নতুন কাপড় পড়ে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে তার ক্ষুদ্র প্রয়াস। একইভাবে প্রত্যেক এলাকার ধণার্ঢ্য ব্যক্তিরা এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত প্রসারিত করার আহ্বান জানান। ১০ এপ্রিল (বুধবার) সকালে উপজেলার বৈলতলী এলাকায় শতাধিক অসহায় পুরুষ মহিলাদের মাঝে লুঙ্গি, শাড়ি ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান এস এম সায়েম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. দেলোয়ার হোসেন, মেম্বার মুরাদুর রহমান, মাহফুজুর রহমান, তৌহিদুল ইসলাম, সাংবাদিক যথাক্রমে মো. মাঈন উদ্দিন, মো. আরফাত হোসেন, ছাত্রলীগ নেতা নাঈম ভূইয়া প্রমুখ।
Leave a Reply