আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশ সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ১৯৯১ ব্যাচের বন্ধু, ইদ্রিস’র কবর জেয়ারতে কেন্দ্রীয় যুবলীগ নেতা মহিউদ্দিন 

Spread the love
মো. আরফাত হোসেন: চন্দনাইশে সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯১ ব্যাচের বন্ধু, ব্যবসায়ী মো. ইদ্রিস’র কবর জিয়ারত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দিন ও ৯১ ব্যাচের বন্ধুরা। ৯ মার্চ শনিবার সকালে উপজেলার সাতবাড়িয়া বহরম পাড়া গায়েবী আজান জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুম ইদ্রিসের মাগফেরাত কামনায় ৯১ ব্যাচের বন্ধু মহলের উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জেয়ারত  শেষ হয়।
পরে তার পরিবারের মা-বাবা, স্ত্রী, সন্তান-সন্তূতিকে শান্তনা দেয়ার জন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক দিদারুল হক দস্তগীর, সাতবাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ উদ্দিন আহমেদ মিন্টু, আ’লীগ নেতা খোরশেদুল আলম, শহীদুল ইসলাম টুনু, ছাত্রলীগ নেতা মো. সুমন, মো. হাবিব, মো.ইয়াছিন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর