আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বর্ণাঢ্য ব্যবসায়ীক জীবনে হাজী দেলোয়ারের দায়িত্বে নতুন অধ্যায় রিহ্যাবের সহ-সভাপতি

Spread the love

মাঈন উদ্দীন হাসান: হাজী দেলোয়ার হোসেন জন্মেছিলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গাটিয়াডেঙ্গা গ্রামে। ব্যবসায় সফলতা অর্জনে তাকে পাড়ি দিতে হয়েছে জীবনের নানা চড়াই-উতরাই। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি থাকতেন লক্ষ্যে অবিচল। এরই ধারাবাহিকতায় তার জীবনে এসেছে মহীরুহ এক দায়িত্ব। যেহেতু চট্টগ্রামে আবাসন খাতের বাণিজ্যে তিনি একজন পথিকৃৎ তাই তাকে মূল্যায়নে কার্পণ্য করেননি দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশের (রিহ্যাব) নতুন পর্ষদ নির্বাচনের (২০২৪-২০২৬) ভোটাররা। আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে ভোটে লড়ে সংগঠনটির নতুন পর্ষদে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনি। ব্যক্তি জীবনে হাজী দেলোয়ারের ৯টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এসব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে অসংখ্য মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন তিনি। সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনা করে একটি গণমাধ্যম পরিচালনাও করছেন তিনি। বর্তমানে তার পরিচালিত প্রতিষ্ঠানগুলো হলো- আর.এফ বিল্ডার্স লিঃ, আর.এফ প্রোপার্টিস লিঃ, ওয়ার্ল্ড বীচ ডেভলপমেন্ট লিঃ, ওয়ার্ল্ড বীচ রিসোর্ট লিঃ (কক্সবাজার), সিটি সেন্টার (কেরানীহাট), ফয়সাল অ্যান্ড ব্রাদার্স, ট্রিটমেন্ট হাসপাতাল প্রাইভেট লিঃ, সৌদি বাংলা হাসপাতাল (কেরানীহাট), দৈনিক এই বাংলা মিডিয়া লিঃ। এছাড়া রাজনীতিক ও সামাজিক পর্যায়েও রয়েছে তার সাবলীল পদচারণা। সাম্প্রতিককালে তিনি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্টর কমান্ডার ফোরামের সাবেক সহ-সভাপতি এবং সাতকানিয়া পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়, পশ্চিম গাটিয়াডেঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, পশ্চিম গাটিয়াডেঙ্গা বায়তুল রহমত জামে মসজিদ, পশ্চিম গাটিয়াডেঙ্গা শাহ আজম গড়ি (রা.) এতিমখানা, পর্যটন রিয়েল এস্টেইট অ্যান্ড হাউজিং অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ (প্রিহ্যাব) এর প্রতিষ্ঠাতা সভাপতি, পশ্চিম গাটিয়াডেঙ্গার আল আকসা জামে মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য, চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সদস্য তিনি। সাতকানিয়া লোহাগাড়া সমিতির এই আজীবন সদস্য টেরীবাজার ব্যবসায়ী সমিতি, সাতকানিয়া সমিতিরও আজীবন সদস্য। এগুলোর পাশাপাশি মানব অধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় শাখার উপদেষ্টা, লায়ন ক্লাব অব চিটাগাং অগ্রনীর প্রেসিডেন্ট, বাংলাদেশ ওয়েল ফেয়ার সোসাইটির (চট্টগ্রাম) উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি রিহ্যাবের নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল থেকে জানা গেছে, নতুন পর্ষদে সভাপতির দায়িত্ব পেয়েছেন জাপান গার্ডেন সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুজ্জামান, ব্রিক ওয়ার্কস ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া, হাভেলি প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন এম. এ. আউয়াল, আক্তার প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তার বিশ্বাস, বেসিক বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. আব্দুল লতিফ, আরমা রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর