আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চলে গেলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী

Spread the love

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে নয়টায় মালয়েশিয়ার সানওয়ে মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন মরহুমের স্ত্রী নুর আয়েশা চৌধুরী। জিয়াউল হক দীর্ঘদিন যাবৎ নানাবিধ জটিল রোগে ভুগছিলেন। ইতিপূর্বে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণের পাশাপাশি ইন্ডিয়া ও সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ শেষে সর্বশেষে তাঁকে মালয়েশিয়ায় সানওয়ে মেডিকেল সেন্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জিয়াউল হক চৌধুরী বাবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক মালয়েশিয়ায় অবস্থানরত জিয়াউল হক চৌধুরী বাবুলের স্ত্রী নুর আয়েশা চৌধুরীকে মুঠোফোনে শোক প্রকাশ করার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

জিয়াউল হক চৌধুরী বাবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য এম এ মোতালেব এমপি। সাংসদের একান্ত সচিব মোহাম্মদ আবু তৈয়ব মুঠোফোনে উক্ত শোকবার্তা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর