আজ ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশ উপজেলা শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেনকে বিদায় সংবর্ধনা

Spread the love

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা শিক্ষা অফিসার মো. সাখাওয়াত হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করেছেন জাতীয় প্রাথমিক সহকারি শিক্ষা শিক্ষক ফাউন্ডেশন (রেজি. নং-১২১৯৯) চন্দনাইশ উপজেলার শাখার শিক্ষকরা। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে চন্দনাইশ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় প্রাথমিক সহকারি শিক্ষা শিক্ষক ফাউন্ডেশন চন্দনাইশ উপজেলার শাখার শিক্ষকবৃন্দের পক্ষ থেকে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সংবর্ধিত অতিথি ছিলেন বিদায়ী চন্দনাইশ উপজেলা শিক্ষা অফিসার মো. সাখাওয়াত হোসেন। জাতীয় প্রাথমিক সহকারি শিক্ষা শিক্ষক ফাউন্ডেশন চন্দনাইশ উপজেলার শাখার সভাপতি নাজিম উদ্দীনের
সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেনচন্দনাইশ উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ইলিয়াছ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, সহকারী উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার পোদ্দার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জীবন কানাই সরকার, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী, সহকারী শিক্ষক যথাক্রমে সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি মাহাবুবুল আলম, এমরান বেগ, সাংগঠনিক সম্পাদক রূপক কান্তি ঘোষ, দপ্তর সম্পাদক মো. নুরুল আনোয়ার, অর্থ সম্পাদক নেজামুল ইসলাম, মোঃ সোলাইমান, মোঃ মোস্তাগীর, সুমি নাথ, লিমা আক্তার, মোঃ রফিক, আবু সোহেল, সোহেল পারভেজ, মো: হাছান, আবিদা খাতুন, নয়ন বড়ুয়া, মোঃ হাছান ফারুক, কামরুল ইসলাম, প্রবাল মিত্র সহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, ইউনিয়ন ও পৌরসভার সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। চন্দনাইশ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দের পক্ষ থেকে মো. সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য , সম্প্রতি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা শিক্ষা অফিসার মো. সাখাওয়াত হোসেনকে কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলায় বদলী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর