অনলাইন ডেস্ক
বিএনপির রাজনীতিতে মিথ্যাচার অপরিহার্য বিষয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দ্রব্যমূল্য বাড়ছে বলে সরকার এ ব্যাপারে কোনো ঔদাসীন্য দেখিয়েছে কি না? আমরা তো নিষ্ক্রিয় হয়ে বসে নেই যে (দ্রব্যমূল্য) বাড়ছে তো বাড়ছেই। আমাদের যা করণীয়, সেটা আমরা অবশ্যই করছি।’
তিনি বলেন, ‘কিছু জিনিসপত্রের দাম বাড়ছে, কিছু আবার কমছে। কমে যাওয়ার প্রবণতাও আবার আছে। বাজার চিরজীবনই ওঠানামা করে। আর চলমান বিশ্ব সংকটে প্রতিক্রিয়া আমাদের দেশেও হবে, এটাই স্বাভাবিক।’
‘সিন্ডিকেট’ নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদে বলেন, ‘বিরোধী দলের এখন আর কিছু নেই। তাদের সঙ্গে জনগণ নেই। তাদের কর্মীরাও হতাশ। এখন কিছু না কিছু বলে তারা যে একটা বিরোধী দল, সেটা কর্মীদের কাছে, পাবলিকের কাছে জানান দেয়।’
নির্বাচনের আগে বিএনপির নেতাদের কারাগারে রেখে সরকার তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছে, বিষয়টি লজ্জাজনক— দলটির নেতাদের এমন অভিযোগের তিনি বলেন, ‘বিএনপির রাজনীতিতে মিথ্যাচার চিরজীবনই। এটা তাদের রাজনীতিতে অপরিহার্য বিষয়।’
সংসদের বিরোধী দল জাতীয় পার্টির অভ্যন্তরীণ কোন্দল ও ভাঙনের পেছনে গোয়েন্দা সংস্থার হাত রয়েছে- এমন অভিযোগের বিষয়ে চানতে চাওয়া হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় পার্টি বিরোধী দল গঠন করেছে জাতীয় সংসদে। এর বাইরে জাতীয় পার্টির নামে কোনো একটা ভাগ সৃষ্টি করা, সেটা তাদের নিজেদের ব্যাপার। জাতীয় সংসদের কেউ এ প্রক্রিয়ার সঙ্গে নেই।’
সংবাদ সম্মেলন শেষে ওবায়দুল কাদের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন নিয়ে দলীয় কর্মসূচি ঘোষণা করেন।
Leave a Reply