আজ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে বাদশার পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামে চন্দনাইশ উপজেলা সাতবাড়িয়া ইউনিয়নে বাদশার পাড়া হযরত আবু বক্কর ছিদ্দিক (রা.) ইবতেদায়ী মাদ্রাসার ৩শত শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাফর আলী সিআইপি। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রূপা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার পোদ্দার, মাদ্রাসার দাতা মিসেস ফরিদা বেগম, মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মো: শাহজাহান, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, সাংবাদিক এস. এম. রাশেদ।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য যথাক্রমে মো: আবদুল মোনাফ, মো: নুরুল হক, মো: ইব্রাহিম, মো: ইয়াকুব, মঞ্জুরুল ইসলাম, মাওলানা আবদুল্লাহ, মো: হোসেন, ইবতেদায়ী প্রধান শিক্ষক মাওলানা ইউছুপ, মাওলানা এমরান, মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা ওবায়েদ উল্লাহ, শিক্ষক তৌহিদুল ইসলাম সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর