আজ ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

উপরে লেবাস, ভিতরে বোগাস

Spread the love

শ্রী কমলেশ ধর

নষ্টের চরিত্রের আয়নায় ভণ্ডের চিত্র
গোজামিলে গড়মিল বড়ই বিচিত্র।

টিকটক ইউটিউব রিলে ঝিলমিল
বৌ-ঝির তামাশায় মা’র বুকে কিল।

ফতোয়াতে আছে যারা তারা যেন চুপ
চুপি চুপি কেউ নাকি লাইক করে খুব।
[গুগল হিস্ট্রির প্রামাণিকতা সূত্রে]

বয়ানেতে ঝাড়ে কেহ “আব্রুর পর্দা”
নিশানায় বোবা বাপ,গোপনে বেপর্দা

হাতে হাতে এই-ঐ, মায়ে-ঝিয়ে দুই
মডার্ণ সেপারেটে, কে চষিবে ভুঁই !

সংযম.আব্রু-সিয়াম খালি মুখে-মুখে
বাইরে ফুং-ফাং, গোপনেতে ঝুকে।

জীবেতে জৈবিক টান রুখে তারে কে!
আজ যেবা বেশ্যা, সতী ছিল সে।

সভ্যতার বসন্ত আজ জায়েজীতে নগ্ন
চিত্রতো গা-সহা এখন, নগ্নতে মগ্ন।

পশু থেকে জন্মে যা, তার’ই নাম ‘বাচ্চা’
সন্তানেরে”বাচ্চা” কও,কথাটিতো সাচ্চা।

পশুর পাশব কামে, পয়দাতে বাচ্চা
“টিন-টিজ-এডামট্রেণ্ড”মিলে বহুতাচ্ছা’।

হেরেডিটি জেনেটিকস যুগে-যুগে সত্য
বিজ্ঞান নিন্দুকে গালি দেয় অকথ্য।

ছু’মন্ত্রে ঝাড়-ফুক তুক-তাক-টোনা-বান
নুনতেল-পানিপরা বৈদ্যালি খানখান।

জাহেরী-বাতেনি লৈয়ে রীলে টিকটক
ভণ্ডামীতে চিনা দায় হালাল আর হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর