অনলাইন ডেস্ক
দেশের আকাশে ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ সোমবার থেকে শাবান মাস গণনা শুরু হয়েছে। সে হিসেবে আগামী ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
সেই হিসেবে ২০২৪ সালে পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ১২ অথবা ১৩ মার্চ। তবে শাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখার ওপর নির্ভর করে এই তারিখ পরিবর্তন হতে পারে। আর যদি ১২ মার্চ রমজান শুরু হয় তাহলে এবছর ঈদুল ফিতর পালিত হবে ১০ অথবা ১১ এপ্রিল। যদি ১৩ মার্চ রমজান শুরু হয় সেক্ষেত্রে ঈদুল ফিতর পালিত হবে ১১ অথবা ১২ এপ্রিল।