আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৭ পদে বিএনপি সমর্থিতদের জয়

Spread the love

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি সম্পাদকীয় পদের মধ্যে ৭টিতে জয় পেয়েছে। এছাড়া আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ৩টি সম্পাদকীয় পদে জয়লাভ করেছে। সভাপতি পদে ঐক্য পরিষদের মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী পেয়েছেন ২৭৯৬ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু মুহাম্মদ হাশেম পেয়েছেন ১৫৯৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক ২২৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন, প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফখরউদ্দিন জাবেদ পেয়েছেন ২১০৭ ভোট।

সমিতির মুখ্য নির্বাচনী কর্মকর্তা মো. ফখরুদ্দিন চৌধুরী রোববার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফলাফল ঘোষণা করেন। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫৬৩৬ জন ভোটারের মধ্যে ৪৪৪৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সিনিয়র সহ সভাপতি পদে ঐক্যের মোহাম্মদ আব্দুল কাদের ২২৬৩ ভোট পেয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আজিজ উদ্দিন হায়দার পেয়েছেন ২১২৩ ভোট। সহ সভাপতি পদে মো. মাহফুজুর রহমান খান ২৪৫১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যের মো. জালাল উদ্দিন পেয়েছেন ১৯৩০ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ঐক্যের মোহাম্মদ কাশেম কামাল ২৪৮৮ ভোট পেয়ে জয়ী হন, প্রতিদ্বন্দ্বী মো. আখতারুজ্জামান রুমেল পেয়েছেন ১৭৯৮ ভোট।

অর্থ সম্পাদক পদে ঐক্যের কাজী মো. আশরাফুল হক আনসারী জুয়েল ৩২২১ ভোট পেয়ে জয়ী হন, নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয়ের খাইরুন্নিসা আকতার নিসা পেয়েছেন ১১৮৩ ভোট। পাঠাগার সম্পাদক পদে ঐক্যের আহমেদ কবির করিম, সাংস্কৃতিক সম্পাদক পদে মারুফ মো. মাজেবুল আলম জয়ী হয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে সমন্বয়ের হাবিবুর রহমান এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে অভিজিত ঘোষ জয়ী হয়েছেন। এছাড়া ১১টি নির্বাহী সদস্য পদে ৬টিতে ঐক্য পরিষদ ও ৫টিতে সমন্বয় পরিষদ জয়ী হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর