আজ ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সহজেই ইনস্টাগ্রামে ফেসবুক স্টোরি শেয়ার করা যাবে

Spread the love

বর্তমান সময়ে ফেসবুক পোস্টের পাশাপাশি ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে স্টোরি পোস্ট। ১ দিনের জন্য এ পোস্টে ফটো, ভিডিও শেয়ার করা যায়। সঙ্গে জুড়ে দেওয়া যায় পছন্দের মিউজিক। এবার সহজেই ফেসবুক স্টোরি ইনস্টাগ্রামে শেয়ার করবে পারবেন। এর জন্য করতে হবে কিছু সেটিং পরিবর্তন।

জনপ্রিয় মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে বার্তা বা ছবি পোস্ট করার পাশাপাশি স্টোরিও শেয়ার করেন অনেকে। যা ক্রমাগত জনপ্রিয় হয়ে ওঠছে। সেটিং পরিবর্তন করে চাইলেই ফেসবুকে দেওয়া প্রতিটি স্টোরি ইনস্টাগ্রামেও শেয়ার করা যায়। এর জন্য প্রথমেই আপনাকে যেতে ফেসবুক অ্যাপে। এরপর ট্যাপ করুন প্রোফাইল ছবিতে। নিচে স্ক্রল করে সরাসরি চলে যান সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে। যেখান থেকে সরসরি চলে যান সেটিংসে।

সেটিংস আইকনে ট্যাপ করে পেয়ে যাবেন ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’। এর পর নিচে থাকা ‘স্টোরিজ’ নির্বাচন করতে হবে। এবার পরের পৃষ্ঠায় থাকা ‘স্টোরি প্রাইভেসি’ অপশনে ট্যাপ করে ‘অলওয়েজ শেয়ার টু ইনস্টাগ্রাম’-এর পাশে থাকা টগলটি চালু করলেই ফেসবুকে শেয়ার করা সব স্টোরি স্বয়ংক্রিয়ভাবে ইনস্টাগ্রামে দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর