আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দোহাজারী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ

চন্দনাইশ উপজেলার দোহাজারী জামিজুরী আঃ রহমান উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে পরিচালনা পরিষদের সভাপতি ও দোহাজারী পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বশির উদ্দীন খান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আকবর সেভেন গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আলী আকবর।

বিদ্যালয়ের শিক্ষক হাসান আলী সঞ্চালনায় উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমদ, বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্যদের অভিভাবক সদস্য আনিসুর রহমান, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবিদুর রহমান বাবুল, সংগঠক নাফিজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক বাবু স্বপন কুমার বড়ুয়া, ঈসমাইল চৌধুরী, গোপাল কৃষ্ণ ঘোষ, প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের প্রচার সম্পাদক আয়মান ওসমান। মোনাজাত পরিচালনা করেন, বিদ্যালয়ের সিনিয়র মাওলানা আবু সাদেক মোহাম্মদ মহসিন আজাদী। পরে আকবর সেভেন গ্রুপের চেয়ারম্যান মোঃ আলী আকবরের পক্ষ থেকে এবারের ২৫৭জন পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। দোহাজারী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের বক্তব্য রাখছেন আলী আকবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর