আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ

চন্দনাইশ উপজেলার জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বৎসর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৯ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভা সদরস্থ ঐহিত্যবাহী জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পূণর্মিলনী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠে অনুষ্টিত হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি তিনকড়ি চক্রবর্তী, দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত উপ-সচিব দীলিপ চৌধুরী, প্রধান অতিথি ছিলেন এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী ডক্টর কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। এসময় তিনি বলেন, বিদ্যালয় থেকে বিদ্যান ব্যক্তি সৃষ্টি করতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। রাজনীতি প্রত্যেক দল আলাদা মতবাদে পরিচর্যা করবে কিন্তু রাজনৈতিক পরিবেশ থাকতে হবে দেশে। এই পরিবেশ সৃষ্টির জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদ্যান ব্যক্তি বের হলে শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়বে, শিক্ষকেরা সম্মানিত হবে।

এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এড. কামেলা খানম, যমুনা ব্যাংকের পরিচালক আবদুল জব্বার চৌধুরী, বার্জার পেইন্টের প্রধান নির্বাহী নাজিম উদ্দীন হেলালী, ব্যবসায়ী জসিম উদ্দীন। আলোচনায় অংশ নেন প্রাক্তন শিক্ষার্থী ডা. মাহমুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, মহিউদ্দীন, আরশাদ উল্লাহ, অধ্যাপক নুরুল আহাসান, আবদুস সবুর অপুসহ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর