আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত তরুণের মৃত্যু

Spread the love

রাজধানীর এলিফ্যান্ট রোডে সড়ক দুর্ঘটনায় ইউসুফ (১৭) নামের এক তরুণ নিহত হয়েছে। তিনি একটি জুতার দোকানের কর্মচারী ছিলেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ মিয়া।তিনি জানান, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ৮টার দিকে এলিফ্যান্ট রোডের সামনে রাস্তা পার হচ্ছিলেন ওই তরুণ। তখন একটি টয়োটা গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, ইউসুফ পরিবারের সঙ্গে হাজারীবাগ গজমহল এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠিতে। বাবার নাম মো. আইয়ুব। রাতে এই দুর্ঘটনার পরপরই গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। ইউসুফের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে নিহত ইউসুফের বাবা মো. আইয়ুব জানান, নিউ এলিফ্যান্ট রোডে একটি জুতার দোকানে কাজ করতেন ইউসুফ। শুক্রবার রাতে তার এক সহকর্মীর মাধ্যমে সড়ক দুর্ঘটনার খবর শুনতে পান তিনি। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট ছিলেন ইউসুফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর