চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনী ওয়ার্ডের সামনে থেকে দুই দালালকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো– রামুর ৬ নম্বর ওয়ার্ড রাজারপুল এলাকার বোরহান উদ্দিন (২৪) ও পটিয়ার ৯ নম্বর ওয়ার্ড নিশ্চিন্তপুর এলাকার সুজন দাস (৩৮)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, গাইনী ওয়ার্ডের সামনে দুই দালালকে আটক করা হয়েছে। তাদের বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দালালকে আটক করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply