আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জামিনে মুক্ত বিএনপির সরোয়ার-আমিনুল

Spread the love

জামিনে মুক্তি পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। গতকাল বৃহস্পতিবার উভয় নেতাই গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘গতকাল বৃহস্পতিবার মজিবুর রহমান সরোয়ার জামিনে মুক্ত হয়েছেন।’

আমিনুল হকের বড় ভাই মঈনুল হক বলেন, ‘আমিনুল হক শারীরিকভাবে অসুস্থ। তাকে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকতে হবে।’

গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পর আন্দোলন চলাকালে পৃথক সময়ে সরোয়ার ও আমিনুলকে গ্রেপ্তার করে পুলিশ। বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন মজিবুর রহমান সরোয়ার ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ছিলেন আমিনুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর